নিজস্ব প্রতিবেদক। চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় শঙ্খ নদীতে বড়শি দিয়ে মাছ শিকারে গিয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে জসিম উদ্দিন (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবক দোহাজারী পৌরসভার রায়জোয়ারা এলাকার মৃত আশরাফ মিয়ার ছেলে।
দোহাজারী পৌরসভার সহায়ক সদস্য ইস্কান্দর মিয়া বলেন, রবিবার (৭ নভেম্বর) রাতে শঙ্খ নদীতে বড়শি দিয়ে মাছ ধরতে যায় জসিম উদ্দিন। প্রথমে লালুটিয়া ফরেষ্ট অফিস সংলগ্ন এলাকায় বড়শি ফেলে দীর্ঘক্ষন অপেক্ষা করলেও মাছ শিকার করতে না পারায় স্থান পরিবর্তন করে দোহাজারী ডাকবাংলো এলাকায় যান তিনি। সেখানে শঙ্খ সেতুর পূর্বপাশে নদিতে বড়শি ফেলে সিঁড়িতে বসে অপেক্ষা করছিলেন জসিম। এক পর্যায়ে সে অজ্ঞান হয়ে পড়ে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে দোহাজারী ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। রবিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় হযরত জঙ্গলি পীর (রহঃ) মাজার প্রাঙ্গণে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।