নিজস্ব প্রতিবেদক, চট্রগ্রাম চট্টগ্রামের চন্দনাইশে ২৬ কোটি টাকা ব্যয়ে হাশিমপুর রেলওয়ে স্টেশন বাগিচাহাট -বরমা(জেড-১০৩৬) মহাসড়ক উদ্বোধন করলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি।১০ ই নভেম্বর বুধবার বেলা ১১ টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি দোহাজারী সড়ক বিভাগের অধীনে নবনির্মিত এ সড়কের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় চট্টগ্রাম ১৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী এমপি। চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী,উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন সরকার,দক্ষিণ জেলা আ’লীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, উপ-বিভাগীয় প্রকৌশলী জামাল উদ্দীন,পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ডিজিএম আবু সুফিয়ান প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ২৬ কোটি ১০ লাখ টাকা ব্যয়ে ৯.৫০কিলোমিটার হাশিমপুর রেলওয়ে স্টেশন বাগিচাহাট- বরমা জেলা মহাসড়কটি ১২ ফুট থেকে ১৮ ফুটে উন্নীত করা হয়।