রাঙামাটি প্রতিনিধি : শাকিল মন্ডল রাঙামাটি জেলার কাউখালী উপজেলায় যৌথ অভিযানে ৯ কোটি টাকার গাঁজা গাছ ধ্বংস, আটক করা হয়েছে এক জন কে।
রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়া ঢেবাছড়ি এলাকায় সেনাবাহিনী ও র্যাব মাদক বিরোধী যৌথ অভিযান চালিয়ে ১১টি গাঁজার খেত চিহ্নিত করে আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে। ধ্বংস করা গাঁজার পরিমাণ ছয় হাজার কেজি যার আনুমানিক বাজার মূল্য নয় কোটি টাকা।
জানা যায় যে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৫ নভেম্বর) রাত ২টা ৩০ মিনিটে এই অভিযান শুরু করে যৌথ বাহিনী। অভিযান টের পেয়ে পালানোর সময় গাঁজা চাষী জ্যোতি লাল চাকমা (৪০) কে আটক করে। সে ঢেবাছড়ি গ্রামের রেদু কুমার চাকমার ছেলে।
কাউখালী উপজেলার এলাকাবাসী জানায়, জ্যোতিলাল চাকমা দীর্ঘ দিন থেকে গোপনে গাঁজা চাষ করে আসছিলো। তাকে আটক ও গাঁজা ধংস করায় যৌথ বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানান গ্রামবাসী।