ভালুকা ময়মনসিংহ প্রতিনিধি : নজরুল ইসলাম টাংগাইল মির্জাপুরের বীরমুক্তিযোদ্বা আলহাজ্ব মোঃ একাব্বর হোসেন এমপি ও টাংগাইল -৭ আসনের সংসদ সদস্য এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আমাদের মাঝে আর নেই। তিনি সবাইকে ছেড়ে চলে গেছেন না ফেরার দেশে। (ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। আজ ১৬ (নভেম্বর) মঙ্গলবার দুপুর দুইটা ৫ মিনিটে রাজধানীর সম্মিলিত সামরিক একটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। তার মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৫ বছর।
বীরমুক্তিযোদ্বা আলহাজ্ব মোঃ একাব্বর হোসেন এমপি’র মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন,মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরিফ মাহমুদ।
উক্ত মরহুমের জানাজার নামাজ,আগামীকাল বুধবার ১৭ (নভেম্বর) বাদ যোহর স্থানঃ মির্জাপুর সরকারি এস. কে পাইলট উচ্চ বিদ্যালয়-এর শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।