নওগাঁ প্রতিনিধি : শহিদুল ইসলাম উদ্যোক্তাদের সুনির্দিষ্ট কর্মপরিকল্পনার মাধ্যমে এগিয়ে নিতেই ২৫ শে জানুয়ারি ৪ টা ৮ মিনিটে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু Entrepreneur and E-commerce Platform (EP)- উদ্যোক্তা প্ল্যাটফর্ম এর ।
উদ্যোক্তাদের অনুপ্রাণিত করতে, তাদের প্রতিভাকে বিকশিত করতে ইপি সব সময় বিভিন্ন ধরনের প্রতিযোগিতার আয়োজন করে থাকে। তারই ধারাবাহিকতায় গত ১৯ নভেম্বর, ২০২১ ইপির বিগত ২ টি প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়েছে ফেসবুক লাইভ এর মাধ্যমে। এডমিন মালিহা শান্তার সঞ্চালনায় আরও যুক্ত হয়ে উদ্যোক্তাদের জন্য দিক নির্দেশনা দিয়েছেন বিশিষ্ট কবি, লেখক, মিডিয়া পারফর্মার ইপির উপদেষ্টা শায়লা কবির, একটি বেসরকারি বিশব্বিদ্যালয় এ্যালামনাই এর সাধারণ সম্পাদক এবং ইপির উপদেষ্টা রাসেল ইব্রাহিম,বীরশ্রেষ্ঠ নূর মহাম্মদ পাবলিক কলেজের ( পিলখানা সদর দপ্তর) প্রশাসনিক কর্মকর্তাএবং ইপির উপদেষ্টা জয়া কে আহমেদ, মডারেটর মোত্বালিব হোসেন, সিনিয়র মডারেটর তাজমিরান শিরিন। এডমিন মালিহা শান্তা সর্বমোট বিভিন্ন ক্যাটাগরিতে ৪৬ টি পুরস্কার ঘোষণা করেন।
ফলাফল ঘোষণা শেষে উদ্যোক্তাদের নিয়ে হয়েছে অনলাইন সাংস্কৃতিক অনুষ্ঠান। ইপির উদ্যোক্তা তানিয়া সারোয়ার, শহিদুল ইসলাম, পাপড়ি রানি মন্ডল এবং ইপির সম্মানিত সদস্য সেন্টার অব ক্রাউড এর ভোকাল নাইম গান শুনান ফেসবুক লাইভের মাধ্যমে।
এডমিন মালিহা শান্তা বলেন, এমন প্রতিযোগিতা ধারাবাহিকভাবে চলবে এবং উদ্যোক্তাদের কাজের ফাঁকে ফাঁকে উদ্যোক্তাদের ক্লান্তি দূর করার জন্য ও তাদের সাংস্কৃতিক বিকাশের জন্য অনলাইনে সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতি মাসে আয়োজন করা হবে এবং সকল উপদেষ্টা, সদ্যস্য, মডারেটরদের সার্বিক সহযোগিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেছেন।