তাহিরপুর প্রতিনিধি সুনামগঞ্জ : রোকন উদ্দিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপার্সন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে তাহিরপুর উপজেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তাহিরপুর উপজেলা বি এনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সুনামগঞ্জ ১ নির্বাচনী এলাকার গনমানুষের নেতা আগামী দিনের স্বপ্ন সুনামগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব কামরুজ্জামান কামরুল, বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সহঃসাধারন সম্পাদক জুনাব আলী, সুনামগঞ্জ জেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক মেহেদী হাসান উজ্জ্বল, উপজেলা স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আমির শাহ,বাদাঘাট ইউনিয়ন বি এনপির সাধারণ সম্পাদক চানমিয়া মাস্টার, দঃশ্রীপুর ইউনিয়ন বি এনপির সাধারণ সম্পাদক শামিম আহমেদ, বালিজুরি ইউনিয়ন বি এনপির সাধারন সম্পাদক জমিল হক,তাহিরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দল সাবেক সভাপতি আলী আহমেদ মুরাদ, বি এনপি নেতা সাইদুল কিবরিয়া, যুবদল যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, যুগ্ম আহ্বায়ক আলী আহমেদ, স্বেচ্চাসেবক দল নেতা সুহাগ মিয়া,ছাত্রদল আহ্বায়ক রাসেল, সদস্য সচিব মুন্না,ছাত্রফোরাম সভাপতি গোলাম সরুয়ার অহি,উপজেলা ছাত্রদল যুগ্ম আহ্বায়ক রাব্বি সহ আরো নেতৃবৃন্দ।
বিক্ষোভ সমাবেশে জনাব কামরুজ্জামান বলেন উন্নত চিকিৎসার জন্য দ্রুত দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশ যাওয়ার অনুমতি দেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি। এ সরকারের কাছে দাবি জানিয়ে লাভ নেই। তবে খালেদা জিয়ার কিছু হলে সরকারকে কঠিন মূল্য দিতে হবে। সকলকে আন্দোলনের প্রস্তুতি নিতে হবে, যাতে এ সরকারের পতন ঘটিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে জনগনের সরকার বসাতে হবে।কেন্দ্র থেকে যে সিদ্ধ্যান্ত আসবে আমরা সকলে ঐক্যবদ্ধ হযে আন্দোলন এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ।