1. xsongbad@gmail.com : Harry Deb Nath : Harry Deb Nath
  2. tauhidcrt8@gmail.com : tauhidcrt8 :
সোমবার, ০৫ জুন ২০২৩, ০১:৪৭ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
  • Welcome To Our Website...* এন জি ও ‘আরবান সমিতি’ –মাইক্রো ক্রেডিট ফাইনান্সে জরুরী ভিত্তিতে কিছু সংখ্যক মহিলা/পুরুষ মাঠ কর্মী নিয়োগ দেয়া হবে। বয়স ২৫ উর্ধ্ব হতে হবে। আগ্রহী প্রার্থীদেরকে সরাসরি নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করুনঃ ০১৩০১০৪১২৮৮  আমাদের অনলাইন নিউজ পোর্টালে বিজ্ঞাপন দিতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করুনঃ ০১৮১৫-৫৮৭৪১০

ইউপি নির্বাচনে মনোনয়ন পেলেন, নুর মোহাম্মদ ভুইয়া

আলমগীর আল আরাফ
  • আপডেটের সময় : বুধবার, ২৪ নভেম্বর, ২০২১
  • ২৬৬ বার ভিউ

রাজবাড়ী জেলা সংবাদদাতা : টি এম এম আলমগীর আল আরাফ রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন জনাব নুর মোহাম্মদ ভুইয়া।

সোমবার (২২ নভেম্বর) গণভবনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় এ মনোনয়ন চূড়ান্ত হয়।

জনাব নুর মোহাম্মদ ভুইয়া শহীদ ওহাবপুর ইউনিয়নের রামপুর গ্রামের মৃত মতি রাজা ভুইয়া ছেলে। নুর মোহাম্মদ ভুইয়া চার বার সাবেক চেয়ারম্যান নিবার্চিত হন।

এছাড়াও ১৯৮৮ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত শহীদওহাবপুর ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান ছিলেন।

আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনীত করায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মনোনয়ন বোর্ডের সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নুর মোহাম্মদ ভুইয়া ।

দলীয় মনোনয়ন পাওয়ার বিষয়ে জনাব নুর মোহাম্মদ ভুইয়া বলেন, ‘আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের রাজনীতি করি। বঙ্গবন্ধুকন্যা আমাদের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা আমার উপর আস্থা রেখে আমাকে নৌকা প্রতীক দিয়েছেন। শহীদ ওহাব পুর ইউনিয়নের সর্বস্তরের জনগণও আমার সঙ্গে রয়েছে। আমি আশাবাদী নৌকা প্রতীকে বিপুল ভোট পেয়ে শহীদ ওহাব পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবো ইনশা আল্লাহ্।’  

উল্লেখ্য, আগামী ২৬শে ডিসেম্বর চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সারাদেশের ৮৪০টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এরমধ্যে রাজবাড়ী সদরের শহীদওহাব পুর ইউনিয়নসহ ১৪টি ইউনিয়ন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর