চট্টগ্রাম মহানগর প্রতিনিধি : ইসমাইল ইমন রবিউল আউয়াল মাসের তাৎপর্য ও গুরুত্ব নিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠানের আয়োজন করেন চট্টগ্রাম পশ্চিম বাকলিয়া ১৭ নং ওয়ার্ডের রসুলবাগ আবাসিক এলাকার সামাজিক সংগঠন উল্লাস।শুক্রবার ২৬ শে নভেম্বর বাদে মাগরিব রসুলবাগ আবাসিক এলাকার বাইতুল মামুর জামে মসজিদ প্রাঙ্গণে সামাজিক সংগঠন উল্লাসের সভাপতি হাজী এস এম এয়াকুবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ড.মো: ইমরানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান ওয়াজেন হিসেবে বয়ান করেন বিশিষ্ট ইসলামী স্কলার শায়খ মোহাম্মদ আব্দুল মোস্তাফা রহিম আল আজহারী(খতিব গাউসুল আজম রেলওয়ে জামে মসজিদ শাহজাহানপুর ঢাকা)বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী স্কলার,লেখক ও গবেষক শায়খ হারুন আজিজি নদবী(সিনিয়র মুহাদ্দিস জামিয়া ইসলামিয়া বাবুনগর ফটিকছড়ি, চট্রগ্রাম), বিশেষ অতিথি হিসেবে
আরো বক্তব্য রাখেন লায়ন অধ্যক্ষ সানাউল্লাহ, ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল আলম, ছৈয়দ ছগির, ফজলে রাব্বী সুজন (সাবেক ছাত্রলীগ সাধারণ সম্পাদক চ:বি:)ও মোঃ রাফি।অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ দৌলতুল ইসলাম সাকলাইন, নাতে রাসুল পরিবেশন করেন মোহাম্মদ মহিউদ্দিন তানভীর।শায়খ মোঃ আব্দুল মোস্তাফা রহিম আল আজহারী পবিত্র রবিউল আউয়াল মাসের তাৎপর্য ও ঈদে মিলাদুননবীর গুরুত্ব তুলে ধরে,যুব সমাজ কে কোরআন, হাদীসের আলোকে জীবন গঠনের আহ্বান জানান। অনুষ্ঠান শেষ পর্যায়ে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত শেষে উপস্থিত মুসল্লিদের মাঝে তবুরক বিতরণ মাধ্যমে অনুষ্ঠানে সমাপ্ত হয়।