ডিআইইউ প্রতিনিধিঃ ই এম রাহাত ইসলাম শুক্রবার (২৬ নভেম্বর) ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি(ডিআইইউ)’র সিভিল বিভাগের রেগুলার ৭তম ব্যাচ এবং সান্ধ্যকালীন ২১ ও ২২ ব্যাচের বিদায় ও ৪০তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠানে নতুন আগত, বিদায়ী এবং চূড়ান্ত পরীক্ষার পরীক্ষার্থী সকল শিক্ষার্থীদের উদ্দ্যেশ্যে বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামীতে দেশের হাল ধরবে।
তিনি শিক্ষার্থীদের উজ্জল ভবিষ্যত কামনা করে বলেন, ‘তোমরাই দেশের ভবিষ্যত। মেধা ও বুদ্ধিবৃত্তির সঠিক চর্চা করে দেশের সু-নাগরিক হয়ে উঠবে। আজকের তারুণ্যোদ্দীপ্ত মেধাবী শিক্ষার্থীরাই আগামীতে দেশের হাল ধরবে!
মনে রেখো জীবনের প্রতিটি পরীক্ষাই গুরুত্বপূর্ণ; শিক্ষাজীবনের প্রতিটি ধাপ সফলতার সাথে পেরিয়ে ও প্রতিটি পরীক্ষায় সুন্দর অবস্থানে থেকে কৃতকার্য হয়ে এগিয়ে যাও!
তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের এই পর্যায়ে থেকেই তোমাদের দৃঢ় মনোবল নিয়ে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।’
উক্ত অনুষ্ঠানে সিভিল বিভাগের চেয়ারম্যান জনাব মাহফুজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি(ডিআইইউ)’র ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ডঃ গনেশ চন্দ্র সাহা।
এছাড়া আরও বক্তব্য রাখেন, সিভিল বিভাগের সকল শিক্ষক মহোদয়গণ।
অনুষ্ঠানটিতে বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা, নবীনদেরকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া থেকে শুরু করে র্যাম্প মডেলিং আয়োজন করা হয়।
অনুষ্ঠানটি সোমালিয়ার ডিআইইয়ান শিক্ষার্থীদের ভিন্ন ধর্মী নাচ ও গানের জন্য সবার আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলো।
পরিশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি টানা হয়।
উল্ল্যেখ্য, দীর্ঘ করোনাকালীন সময়ে ২০ মাস অনলাইন ক্লাস,পরীক্ষা ও সকল শিক্ষা-কার্যক্রম শেষ করে ক্যাম্পাসে ফেরার পরে এবারই প্রথম কোনো চূড়ান্ত পরীক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হতে চলেছে!