তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : রোকন উদ্দীন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সুনামগঞ্জের
তাহিরপুর উপজেলায় সদর ইউনিয়নে আওয়ামীলীগের দলীয় প্রার্থী বাছাইয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯নভেম্বর)দুপুরে উপজেলা সদর ইউনিয়ন আ,লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় ইউনিয়ন আ,লীগের সভাপতি শাহীনুরের সভাপতিত্বে, সাধারন সম্পাদক বাবুল মিয়ার সঞ্চালনায়।
প্রধান অতিথির বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন খাঁ,সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক আলী মুর্তজা,সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, সাংগঠনিক সম্পাদক এখলাসুর রহমান তারা,দপ্তর সম্পাদক ও তাহিরপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ন বৈশাখ,উপজেলা আওয়ামী লীগ কৃষি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান খেলু ,
সদর ইউনিয়ন আ,লীগের সাধারণ সম্পাদক বাবুল মিয়া, উপজেলা আওয়ামী লীগ সদস্য লুৎফুর রহমান লাকসাব,আওয়ামী লীগ সদস্য সেলিম আখন্জি,আওয়ামী লীগ সদস্য আজিজুল হক,শ্রমীক লীগ যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান, যুবলীগ নেতা আবুল কাশেম,জাহাঙ্গীর আলম যুবলীগ নেতা ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রেশক্লাব,তাহিরপুর উপজেলা ছাত্রলীগ সাবেক সাধারণ সম্পাদক তানসেন তালুকদার তুষার, ছাত্রলীগ নেতা রাজন চন্দ, দ্বীমান চন্দ প্রমুখ।
সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হুসেন খানের উপস্থিতিতে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারন সম্পাদকের নিকট আ,লীগের দলীয় প্রার্থী হিসাবে জীবন বৃত্তান্ত জমাদেন,সুনামগন্জ জেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য মোতাহার হোসেন আখন্জী শামিম, উপজেলা আ,লীগের সাধারণ সম্পাদক অমল কান্তি কর,তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম,যুবলীগ নেতা অনুপম রায় সিভি জমা দেন।
পরে তারা নিজ নিজ অবস্থান তুলে ধরে দল যাকে মনোনয়ন দিবেন সবাই ঐক্য বদ্ধ ভাবে তার পক্ষে কাজ করবেন বলে জানান। কোন বিদ্রোহী প্রার্থী হবেন না।এসময় উপজেলা ও ইউনিয়ন আ,লীগসহ তৃণমুলের সকল নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।Tha