রাঙামাটি প্রতিনিধি : শাকিল মন্ডল অশুভ শক্তিকে প্রতিহত করে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার অঙ্গীকারের মধ্য দিয়ে রাঙামাটির বরকল উপজেলায় পালিত হয়েছে যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী। বরকল উপজেলায় তৃতীয় ধাপের ইউপি নির্বাচনের তারিখ (১১ নভেম্বর) পরায় যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী আজ (৩০ নভেম্বর) সকালে বরকল উপজেলা প্রাঙ্গণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ এবং এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে বরকল উপজেলা হল রুমে মিলনায়তনে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করেন বরকল উপজেলা আওয়ামী যুবলীগ।
উক্ত সভায় প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক (সন্তোষ কুমার চাকমা) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য (সবির কুমার চাকমা) এবং বরকল উপজেলা আওয়ামী লীগের সদস্য সচিব ( সাইফুল ইসলাম মনির) সহ্ আরো অনেকে।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুব লীগের সভাপতি ও পৌর মেয়র (আকবর হোসেন চৌধুরী) বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুব লীগের সাধারন সম্পাদক (নুর মুহাম্মদ কাজল) সহ জেলার সিনিয়র নেতা বৃন্দ।
এবং বরকল উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ( মনির হোসেন) এবং সাধারণ সম্পাদক ( মিজানুর রহমান মিজান) যুগ্ম সাধারণ সম্পাদক (কামাল হোসেন) সাবেক উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক (নাছিড় উদ্দিন মহারাজ), ভূষনছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি (আব্দুর রাজ্জাক) ভূষনছড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি ( এখলাছ উদ্দিন) সুভলং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি (আবুল কালাম) এবং বরকল উপজেলা ছাত্র লীগের সভাপতি (মো: বেলাল হোসেন) সহ আরো অনেকে।
আলোচনা শেষে কেক কেটে বর্ষপূর্তি উদযাপন করেন প্রধান বক্তা আকবর হোসেন চৌধুরী।