তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : রোকন উদ্দীন সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় নারী নির্যাতন বিরোধী ১৬দিন ব্যাপী অরেঞ্জ ক্যাম্পেইন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা পরিষদের আয়োজনে বন্যার্ঢ র্যালী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন তাহিরপুর উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার মোঃ রায়হান কবির। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন,সুনামগঞ্জ ডিডিএলজি উপ সচিব জাকির হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,,উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আলাউদ্দীন,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম,উপজেলা প্রকৌশলী মোঃ ইকবাল কবির,উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ন বৈশাখ,উপজেলা কৃষি সম্প্রসারন কমকর্তা আবু মোঃ সালেহ উদ্দিন,উপজেলা নির্বাচন কমকর্তা মনজুর আলম,উপজেলা আনসার ভিডিপির কর্মকর্তা শহীদুল ইসলাম,তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বোরহান উদ্দিন,দক্ষিণ শ্রীপুর পরিষদ চেয়ারম্যান বিশ্বজিত,দক্ষিণ বড়দল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজহার আলী,সাংবাদিক আবুল কাশেম,রোকন উদ্দিন,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,শিক্ষার্থীসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন।প্রধান অতিথি বলেন নারী নির্যাতনের বিরুদ্ধে সবাইকে সচেতন করে তুলতে পারলেই কেবল এই ব্যাধী থেকে রক্ষা পাওয়া সম্ভব। তিনি বলেন বাংলাদেশে ১৮ টি জেলায় কেবল এই প্রকল্পটি চালু হয়েছে তারমধ্যে তাহিরপুর উপজেলায এই প্রকল্পটি রয়েছে যার নাম দেওয়া হয়েছে নারী নির্যাতন বন্ধ করি কমলা রঙ্গের বিশ্ব গড়ি এই স্লোগান কে সামনে নিয়ে আমরা ক্যাম্পেইন শুরু করেছি।তিনি ছাত্র ছাত্রীদের উদ্দেশ্য করে বলেন যেখানেই নির্যাতন সেখানেই প্রতিরোধ গড়ে তুলবে। উপস্থিত সবাইকে নারী নির্যাতনের বিরুদ্ধে শপথ বাক্য পাঠ করান প্রধান অতিথি। পরে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে সভা সমাপ্তি করা হয়।