রাঙামাটি প্রতিনিধি : শাকিল মন্ডল রাঙামাটি জেলার বরকল অন্যতম একটি বড় উপজেলা। এই উপজেলায় রয়েছে দুটি কলেজ, দুটি কলেজের মধ্যে নবাগত একটি কলেজ ভূষনছড়া আইডিয়াল কলেজ। ১৬ই ফেব্রুয়ারি ২০২১ এ উক্ত কলেজটি উদ্ভোদন করা হয়।
আজ ৫ তারিখ রোজ রবিবার ভূষনছড়া আইডিয়াল কলেজ এর সার্বিক উন্নয়ন বিষয়ক মতবিনিময় ও পোশাক বিতরণ অনুষ্ঠান করা হয় ভূষনছড়া আইডিয়াল কলেজ এর অস্থায়ী ক্যাম্পাসে। উক্ত অনুষ্ঠানটি আয়োজন করে ভূষনছড়া আইডিয়াল কলেজ কর্তৃপক্ষ।
উক্ত সভায় প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলো ১২ বিজিবি জোন কামান্ডার লে.কর্ণেল এস এম শফিকুর রহমান পিএসজি,জি+, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভূষনছড়া আইডিয়া কলেজ এর সভাপতি ও বরকল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জুয়েল রানা।
বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা পরিষদের সদস্য সবির কুমার চাকমা,বরকল উপজেলা পরিষদের চেয়ারম্যান বিধান চাকমা,বরকল থানা অফিসার ইনচার্জ কাজী জসিম উদ্দিন,মাধ্যমিক শিক্ষা অফিসার মো সুলতান আহন্মেদ ও অত্র এলাকার গন্যমান্য ব্যাক্তি বর্গ।