চট্টগ্রাম মহানগর : ইসমাইল ইমন দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদের নির্বাচনী তফসিল ঘোষণা করা হয় গত ২৭ নভেম্বর শনিবার, ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৫ জানুয়ারী’২০২২ ইং নিবার্চন অনুষ্টিত হবে। ইউনিয়ন ৮ টি হলো উপজেলার কাঞ্চনাবাদ, জোয়ারা,বরকল, বরমা,বৈলতলী, সাতবাড়ীয়া, হাশিমপুর, ধোপাছড়ি।এদিকে বিভিন্ন নির্বাচনী এলাকার ভোটাররা জানান,তফসিল ঘোষণার সাথে সাথে চেয়ারম্যান ও মেম্বার পদপ্রার্থীদের মাঝে দৌড়ঝাঁপ ছিল উৎসব মুখর।
এই দিকে ৫ ই ডিসেম্বর রবিবার রাতে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক পত্রে চন্দনাইশের নৌকা প্রতীকে আটটি ইউনিয়নের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়, তন্মধ্যে সাতবাড়িয়া থেকে নৌকা প্রতীকে নাম ঘোষণা করা হয় যুব লীগ নেতা ফোরক আহমদের।মঙ্গলবার ৭ই ডিসেম্বর বাংলাদেশ নির্বাচন কমিশনের উপ সচিব মোঃ আতিয়ার রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের নির্বাচন ২৭ নভেম্বর ঘোষিত তফসিল থেকে বাধ দেয়ার কথা উল্লেখ করা হয়।
উল্লেখ্য যে,সীমানা জটিলতার কারণে ২০১১ সালের পর থেকে সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের নিবার্চন অনুষ্টিত হয়নি।২০১১ দ্বিতীয় মেয়াদে নির্বাচিত চেয়ারম্যান আহমেদুর রহমান ভেট্টা অদ্যাবদি উক্ত ইউনিয়নের দায়িত্ব পালন করছেন। দোহাজারীকে পৌরসভা ঘোষনার পর সাতবাড়িয়া থেকে ২টি ওয়ার্ড দোহাজারী পৌরসভায় অন্তর্ভূক্ত হয়।সে থেকে সীমানা নির্ধারণ করে ওয়ার্ড সংখ্যা ৯ না হওয়ায় নিবার্চন নিয়ে জটিলতা সৃষ্টি হয়।