রাঙ্গামাটি প্রতিনিধি : শাকিল মন্ডল আলালের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও তার কুশপুত্তলিকা দাহ করেছে রাঙামাটি জেলার বরকল উপজেলা স্বেচ্ছাসেবক লীগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্ম্পকে কটাক্ষ করে বক্তব্য দেয়ার প্রতিবাদে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে জুতার মিছিল, বিক্ষোভ সমাবেশ ও তার কুশপুত্তলিকা দাহ করেছে বরকল উপজেলা স্বেচ্ছাসেবক লীগ।
সোমবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় বরকল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। উক্ত সমাবেশ টি করে ভূষনছড়া ইউনিয়নে আওয়ামীগের নিজ কার্যালয়ে, ভূষনছড়া, এরাবুনিয়া সহ্ বিভিন্ন ইউনিয়নে বিক্ষোভ মিছিল করে বরকল উপজেলা স্বেচ্ছাসেবক লীগ।
এসময় বরকল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক টিপু সুলতান সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বরকল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব স্বপন, ভূষনছড়া ইউনিয়নে আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক সহ্ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা এসময় উপস্থিত ছিলেন।
এসময় বরকল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব জাহিদুল ইসলাম স্বপন বলেন, প্রধানমন্ত্রীকে নিয়ে মোয়াজ্জেম হোসেন আলালের অম্লীল, কুরুচিপূর্ণ ও রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে তাকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
ভূষনছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক বলেন উদ্দেশ্যমূলকভাবে সরকার প্রধানকে নিয়ে আলাল যে নোংরা বক্তব্য দিয়েছেন, তা শুধু রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূতই নয়, মহান মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী যা প্রচলিত আইনে শাস্তিযোগ্য অপরাধ। সেই সাথে জাতির পিতাকে নিয়ে যে অবমাননাকর বক্তব্য দিয়েছেন তা ক্ষমার অযোগ্য। তার এই মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, কুৎসিত ও চরম ধৃষ্টতামূলক বক্তব্য শুধু আমাদের দেশ ও জাতির জন্যই নয়, প্রতিবেশী দেশের জন্যও চরম অসম্মানজনক ও অবমাননাকর।
পরে বিক্ষোভ সমাবেশ শেষে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলালের কুশপুত্তলিকা দাহ করেন আওয়ামীলীগের নেতাকর্মীরা।