তাহিরপুর(সুনামগঞ্জ)প্রতিনিধি রোকন উদ্দিন ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে পুষ্পস্তবক অর্পণ করেন,প্রেসক্লাবের সভাপতি রমেন্দ্র নারায়ন বৈশাখ দৈনিক সিলেটের ডাক, সাধারণ সম্পাদক আলম সাব্বির(ইত্তেফাক ও শ্যামল সিলেট),সহ সভাপতি কামাল হোসেন(দৈনিক সংবাদ),যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভূঁইয়া(আমাদের সময়),যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক(প্রতিদিনের সংবাদ), সাংগঠনিক সম্পাদক আহমেদ কবির (আলোকিত সকাল),সাংগঠনিক সম্পাদক আবু জাহান তালুকদার(দৈনিক লাল সবুজের দেশ), সাংগঠনিক সম্পাদক শামসুল আলম আখঞ্জী(সিলেট প্রতিদিন),দপ্তর সম্পাদক রুকন উদ্দিন
তালুকদার(বঙ্গবাজার পত্রিকা ও দৈনিক আলোচিত কন্ঠ) প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহ আলম(দৈনিক বাংলাদেশ ট্রিভিউন),অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল আলীম (বিজয়ের কন্ঠ),শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক তানভীর আহমেদ (সুনামগঞ্জের সময়),যুব ও ক্রীড়া সম্পাদক খোরশেদ আলম(বাংলার আলো),সদস্য আবুল কাশেম (ভোরের পাতা),রাজন চন্দ(দৈনিক আজকের পত্রিকা),মবিনুর মিয়া(মুক্তিযুদ্ধের কন্ঠ)।