চট্টগ্রাম মহানগর : ইসমাইল ইমন চট্টগ্রামের চন্দনাইশে মুজিব শতবর্ষ ও মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও বীর মুক্তিযুদ্ধাদের সংবর্ধনা পুরস্কার বিতরন অনুষ্ঠান অনুষ্টিত হয়েছে। আজ ১৬ ডিসেম্বর সকাল থেকে কাশেম মাহবুব উচ্চ বিদ্যালয় মাঠে নানার আয়োজনের মধ্যদিয়ে উপজেলা নিবার্হী অফিসার সাদিয়া ইসলামের সভাপতিত্বে এই আলোচনা সভা ও পুরস্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী। বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আবু আহমদ জুনু,পৌর মেয়র মাহাবুল আলম খোকা,উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা সোলাইমান ফারুকী, মহিলা ভাইস চেয়ারম্যান কামেলা খানম রুপা,সহকারী কমিশনার( ভূমি) মাহফুজা জেরিন,মুক্তিযুদ্ধা কমান্ডার জাফর আলী হিরো,থানা অফিসার ইনচার্জ (ওসি) নাছির উদ্দিন সরকার।
খালেদ মোশারফ ও সানজিদা জাফর পপির যৌথ সঞ্চালনায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, মাহবুর রহমান চৌধুরী, জোয়ারা ইউনিয় পরিষদের চেযারম্যান আমিন আহমেদ চৌধুরী রোকন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বাবর আলী ইনু,কৃষকলীগের সাধারন সম্পাদক নবাব আলী প্রমুখ।