রাঙামাটি প্রতিনিধি : শাকিল মন্ডল এক টাকায় প্রয়োজনীয় বাজার করতে পারবেন পাহাড়ের নিম্নআয়ের মানুষ। মাত্র এক টাকা পরিশোধ করে কম্বল, লুঙ্গি, আটা, চাল, তৈল, সুজিসহ নানান পণ্য কেনার সুযোগ পাবেন তারা।
বিদ্যানন্দ ফাউন্ডেশনের অর্থায়নে করা হয় এই ভাসমান বাজার। বিদ্যানন্দ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকদ্বয় এবং ১২ বিজিবি,ছোট হরিনা জোন এর উদ্দ্যেগে পরিচালিত এই ভাসমান বাজার। এক টাকায় প্রয়োজনীয় বাজার করতে পেরে খুশি নিম্নআয়ের মানুষ।
শনিবার (১৮ ডিসেম্বর) রাঙ্গামাটি জেলার দুর্গম এলাকা বরকল উপজেলার ছোট হরিণা বাজারে নিম্নআয়ের মানুষের কাছে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করা হয়।
ভাস্যমান বাজারে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১২ বিজিবি ছোট হরিণা জোন কামান্ডার লে.কর্ণেল এস এম শফিকুর রহমান পিএসজি,জি+, বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড মেম্বার মো. জামাল উদ্দিন।
১২ বিজিবি জোন কামান্ডার লে.কর্ণেল এস এম শফিকুর রহমান বলেন, দুর্গম এলাকার সাধারণ মানুষ যাতে স্বল্প টাকায় নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারেন সেজন্য বিদ্যানন্দের সহযোগিতায় বিজিবির এ কর্মকাণ্ড পরিচালনা করছে। ভবিষ্যতেও দুর্গম এলাকার মানুষের পাশে থেকে তাদের মুখে হাসি ফোটাতে কাজ করবে বিজিবি।
বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড মেম্বার মো. জামাল উদ্দিন বলেন, আজ ছোট হরিণা বাজারে এক টাকার বাজার পাচ্ছে হত দরিদ্র মানুষ এর আগে জেলার দুর্গম সুবলংয়ে বাজার, কাপ্তাই, এক টাকায় সাধারণ মানুষের মাঝে পণ্য বিক্রি করা হয়েছে। প্রত্যেক ভাসমান হাটে ২০০ পরিবারকে প্রয়োজনীয় জিনিসপত্র কেনার সুযোগ দেওয়া হবে।