চট্টগ্রাম মহানগর ইসমাইল ইমন চট্টগ্রামে চন্দনাইশ উপজেলার পৌরসভা ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক রাইসুল আসাদ জয়ের নেতৃত্বে মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এক বিজয় র্যালি অনুষ্ঠিত হয়,১৮ ইং ডিসেম্বর শনিবার চন্দনাইশ পৌরসভা সদর থেকে বিজয় মিছিল টি শুরু হয়ে গাছবাড়ি সরকারি কলেজ স্টেডিয়ামে এসে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন চন্দনাইশ পৌরসভা ছাত্রলীগের সহ সভাপতি হাকিম,নাবিল,জাহেদ।দপ্তর সম্পাদক আরমান চৌধুরী,গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক তানভির ইসলাম রিয়াদ,তথ্য সম্পাদক – সাজিব।সহ সম্পাদক – রিদয়,মিজান।
চন্দনাইশ উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক – আজিজ উদ্দিন টিংকু,সদস্য -জীবন আহমেদ উপজেলা ছাত্রলীগের সংগঠক- সায়েম উদ্দীন চৌধুরী, তাজ উদ্দিন ইসমাম,জাফর ছাদেক,সাকিবগাছবাড়ীয়া সরকারি কলেজ ছাত্রলীগের সদস্য -কমল ঠাকুর, নোমান প্রমুখসঞ্চালনায় – আরিফ উল্লাহ, তৌফিক,গনি,মিশু,তামিম,নুর হোসাইন,আলভি,নাইম,নোমান,শুভ,নিশান প্রমুখ।বক্তারা বলেন বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ ই মার্চর ভাষনে এই দেশ ও জাতির জন্য দেয়া বক্তব্যে আন্তরিক ভাবে সকল বঙ্গবন্ধুর আদর্শে র সৈনিকদের বুকে লালন করে জন নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে হবে।