তাহিরপুর প্রতিনিধি রোকন উদ্দিন তাহিরপুরে ১২-১৭বছর বয়সী শিশুদের কোভিড-১৯ (ফাইজার) ভ্যাকসিন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে শিশুদের ভ্যাকসিন প্রদান কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন কার্যক্রমের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান গনমানুষের নেতা সদা হাস্যউজ্জল ব্যাক্তিত্ব বাবু করুনা সিন্ধু চৌধুরী বাবুল, উপস্তিথ ছিলেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. আলাউদ্দিন।
আরো উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মির্জা রিয়াদ হাসান, আবাসিক মেডিকেল অফিসার ডা. নিলুফার ইয়াসমিন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জসিম উদ্দিন, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারন সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ণ বৈশাখ, উপজেলা আওয়ামীলীগ কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান খেলু, তাহিরপুর সদর ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন,যুবলীগ নেতা আবুল কাশেম, উপজেলা প্রেসক্লাব যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি আবুল বাশার, ছাত্রলীগ নেতা ও সাংবাদিক রাজন চন্দ প্রমুখ।