চট্টগ্রাম মহানগর ইসমাইল ইমন চট্টগ্রামের আসন্ন চন্দনাইশ উপজেলার ধোপাছড়ি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো.আবদুল আলীম তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। ২৬ই ডিসেম্বর ইউনিয়নের ৫নং ওয়ার্ড চামাছড়িস্থ তার নির্বাচনী কার্যালয়ে ১৬ বাহারী ইশতেহার পাঠ করেন তিনি। আওয়ামী লীগ চেয়ারম্যান প্রার্থী ইশতেহারে তিনি খানহাট-ধোপাছড়ি-বান্দরবান সড়কের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণকরণ, দোহাজারী-লালুটিয়া-চিড়িংঘাটা ধোপাছড়ি বাজার সড়কের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণকরণ, চেমিরমুখ থেকে গোলারপাহাড় হয়ে নতুন ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন পর্যন্ত রাস্তা ব্রীজ কালভার্টসহ পাকাকরণ, ধোপাছড়ি বাজার হইতে শান্তিরবাজার মংলার মুখ ত্রিপুরাপাড়া, রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের সাথে সংযুক্ত করে রাস্তা সংস্কারসহ পুর্ণনির্মাণকরণ, ধোপাছড়ি বাজার সংলগ্ন ধোপাছড়ি খালের উপর ব্রীজ নির্মাণ এবং ভেঙ্গে পড়া ধোপাছড়ি খালের উপর ব্রীজ নির্মাণ, এলাকার শিক্ষা ব্যবস্থার উন্নতিকরণ, সামাজিক উন্নয়ন, এলাকার মুরব্বিদের নিয়ে অমিমাংসিত এলাকার বিভিন্ন বিরোধ দ্রুত নিষ্পত্তিসহ সর্বমোট ১৬টি নির্বাচনী ইশতেহার ঘোষণার মাধ্যমে ধোপাছড়ীবাসীকে একটি আধুনিক ইউনিয়ন পরিষদ উপহার দেয়ার প্রতিশ্রুতি দেন।
নির্বাচনী ইশতেহার পাঠ করার সময় উপস্থিত ছিলেন প্রার্থীর প্রধান নির্বাচন সমন্বয়কারী সাবেক চেয়ারম্যান শাহজাদা দেলোয়ার হোসেনইউনিয়ন আ’লীগের সভাপতি আবদুস সালাম, সাধারণ সম্পাদক দুলাল কান্তি নাথ, বর্তমান মেম্বার জয়নাল আবেদীন, সাবেক মেম্বার আবদুল জব্বার, আবদুল করিম, সাংবাদিক জাহাঙ্গীর আলম প্রমূখ।