কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ আরিফুল ইসলাম আরিফ ফুলবাড়ীতে বাইতুস সালাম হিফজুল কুরআন একাডেমীর ষষ্ঠ বছর বর্ষপূর্তি ও হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে বাইতুস সালাম হিফজুল কুরআন একাডেমী সংলগ্ন মাঠে এ পাগড়ী প্রদান অনুষ্ঠান ও কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে চারজন হাফেজ শিক্ষার্থীকে পাগড়ী প্রদান করা হয়।
উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক হারুন অর রশীদ হারুন এর ব্যবস্থাপনায় পাগড়ি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আজিজার রহমান। এসময় ফুলবাড়ী সদর ইউনিয়নের চেয়ারম্যান হারুন অর রশীদ হারুন প্রধান অতিথি ও কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসার প্রধান ফকিহ্ ডক্টর মাওলানা মোঃ শাহ জালাল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
মাহফিলে প্রধান আলোচক হিসেবে নীলফামারী সৈয়দপুরের দারুল উলুম রুহুল ইসলাম মাদ্রাসার মুদাররিস আলহাজ্ব হাফেজ মাওলানা মোঃ ইসমাইল হোসেন রিয়াজী ও বিশেষ আলোচক হিসেবে রংপুরের নূরে মদিনা হিফজ মাদ্রাসার পরিচালক হযরত মাওলানা নিয়ামুল হক বিপ্লবী তাফসির পেশ করেন। মাহফিলে উপজেলার বিভিন্ন এলাকা থেকে হাজারো মুছল্লীর সমাগম ঘটে।