শাকিল মন্ডল রাঙামাটিঃ শাকিল মন্ডল ইংরেজি বছরের প্রথম দিনেই সবাইকে তাক লাগিয়ে,বাংলাদেশ আওয়ামী লীগের বরকল উপজেলার,ভূষনছড়া ইউনিয়ন ও ওয়ার্ডের দলীয় কার্যলয় গুলোতে,
ছোট হরিনা বাজার ব্যবসায়ী কল্যান সমিতির সাবেক সভাপতি-মোঃ আঃ মান্নান সওদাগর আওয়ামী লীগ দলকে ভালোবেসে টিভি ও সোলার প্যানেল সামগ্রী উপহার দেন।
ভূষনছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন যুবলীগ সভাপতিকে,
দুই এক দিনের মধ্যে ভূষনছড়া ইউনিয়নের দলীয় ক্লাবের জন্য আরও ৫০টি চেয়ার দিবে বলে আশ্বস্ত করেন।
হরিণা বাজার ব্যবসায়ী কল্যান সমিতির সাবেক সভাপতি আব্দুল মান্নান সওদাগরের কাছে হটাৎ এমন উদ্দোগের কারন জানতে চাইলে বলেন, দলকে ভালোবেসে ও দলের কার্যক্রম গতিশিল করার লক্ষেই আমার এ উদ্বেগ। আওয়ামী সকল অংগ সংগঠনের যে কোনো প্রয়োজনে আমি সর্বদা পাশে থাকতে চাই ও সেই সাথে দলীয় নেতা কর্মী সকলকে ভেদাভেদ ভুলে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার উদার্থ আহ্বান জানান।
এবং জাতি ধর্ম বর্ন নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানান