চট্টগ্রাম মহানগর : ইসমাইল ইমন বন্দরনগরী চট্টগ্রামের মুরাদপুর প্রাণকেন্দ্রে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বিপরীতে এ এইচ প্যারাগন টাওয়ারে যাত্রা শুরু করল এশিয়ান স্পেশালাইজড হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার।সোমবার ৩ রা জানুয়ারি বেলা ১২ টায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক লায়ন সালাউদ্দিন আলী সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে উক্ত ডায়াগনস্টিক সেন্টার এর উদ্বোধন ঘোষণা করেন। এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্টানের পরিচালক মোহাম্মদ আলী, রফিকুল ইসলাম, জাহাঙ্গীর আলম চট্টগ্রাম প্রবাসী ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার এম এ হেলাল সিআইপি,
জাতীয় ও স্থানীয় গণমাধ্যম কর্মীদের সামনে লিখিত বক্তব্যে জনাব সালাউদ্দিন আলী বলেন “এশিয়ান স্পেশালাইজড হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার(RT-PCR)ল্যাব”প্রবাসীদের আস্থা বিশ্বাস ও ভালোবাসায় চলমান বৈশ্বিক সংকট ও মহামারী কালে নিজস্ব স্বকীয়তা অদম্য অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছে স্বপ্ন পূরণের অঙ্গীকার নিয়ে। হাসপাতালে প্রতি মানুষের আস্থা বিশ্বাস ও নির্ভরতা এবং সেবা সমূহ নিয়ে সর্বমহলে অনেক বিস্তৃতি লাভ করেছে। শতভাগ উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করার প্রত্যয় নিয়ে এই ডায়াগনস্টিক সেন্টার পথচলার শুরু হইতে অদ্যবধি স্বল্প খরচে সফলতা শহীদ স্বাস্থ্যসেবা পরিচালনা করে আসছে। ইতিমধ্যে এশিয়ান হেলথ ফ্যাসিলিটিজ গ্রুপ জনগণের চাহিদা ও বিদেশগামী যাত্রীদের কথা বিবেচনা করে বাণিজ্যিক দৃষ্টিভঙ্গির বাহিরে এসে সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে কাজ করে যাচ্ছে। যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত স্মারক নং ৪৫.০০.০০০০.১৬০.৩১.০০১.২০.৩০৭ এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বিদেশ গমনেচ্ছুক যাত্রীদের কভিড ১৯ মুক্ত সনদ প্রদানের জন্য কোভিড-১৯(RT-PCR) টেস্ট করার জন্য অনুমোদন প্রাপ্ত হয়। দেশের সকল বিমানবন্দর, স্থলবন্দর ও নৌ বন্দর প্রদর্শন পূর্বক বিদেশ গমন করতে পারবেন।