নওগাঁ জেলা প্রতিনিধি : শহিদুল ইসলাম ফেরদৌস গত ৩ জানুয়ারি বিকেলে নওগাঁর মুক্তির মোড় এলাকায় ৫ দিন ব্যাপী বিসিক শিল্প মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক উত্তম কুমার রায়। বিসিক কতৃক ট্রেনিং শেষ করে নারী উদ্যক্তারা মেলায় প্রদর্শন করছেন হাতের তৈরি হরেক রকম জিনিসপত্র। মেলায় শোপিচ,বাচ্চাদের খেলনা,বুটিকস এর তৈরি থ্রিপিস,খাবার এবং মাটির তৈরি জিনিসপত্রসহ বিভিন্ন ধরনের হস্তশিল্পের বিপুল সমারোহ নিয়ে স্টল সাজিয়েছেন উদ্যক্তারা।
মেলায় অন্যদিনের তুলনায় শেষ দিনে দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। মেলাতে আসা দর্শনার্থীদের মধ্যে অনেকে বলেছেন মেলাতে নারী উদ্যক্তাদের দেখে আমরাও নিজে কিছু করার অনুপ্রেরণা পাচ্ছি এবং প্রতিবছর মেলা অনুষ্ঠিত হলে আমরাও অংশগ্রহণ করবো। বিসিক কতৃক ট্রেনিং শেষ করে অনেকেই স্বাবলম্বী হয়েছেন এবং অনেক হতদরিদ্রদের কর্মসংস্থানের সুযোগ করে দিচ্ছেন উদ্যক্তারা।
উদ্যক্তারা বলেন মেলার সময় কাল বাড়ালে তাদের জন্য আরো বেশি সুবিধা হতো। তারা আরো জানিয়েছেন সরকার এখন ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করে দিয়েছেন কিন্তু বিক্রি করার জন্য বিভিন্ন মেলার আয়োজন করলে আরো বেশি উপকৃত হতেন।