শাকিল মন্ডল প্রতিনিধি : শাকিল মন্ডল কাপ্তাই হ্রদে উচ্চ শব্দে গান বাজানোর অপরাধে পর্যটক বহনকারী তিনটি বোটকে ২২শ’ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার দুপুর থেকে বিকাল পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন রাঙামাটি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বোরহান উদ্দিন।
বোরহান উদ্দিন বলেন, লেকে শব্দদূষণ রোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। গত সোমবার জেলা প্রশাসনের এক জরুরি সভায় উচ্চ শব্দে গান বাজানোর বিষয়টি গুরুত্বসহকারে উঠে আসে। বিষয়টি নিরসনে সভায় সিদ্ধান্ত হয়। সেই মোতাবেক জেলা প্রশাসনের উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়। অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।