চট্টগ্রাম মহানগর : ইসমাইল ইমন বন্দরনগরী চট্টগ্রামের জনবহুল এলাকা আন্দরকিল্লা ৩২ নং ওয়ার্ড এলাকায় বাংলাদেশ আওয়ামী লীগ আন্দরকিল্লা ওয়ার্ড শাখার উদ্যোগে অসহায় দুস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।শনিবার ৮ই জানুয়ারি সকাল ১১ টায় চট্রগ্রাম ল কলেজ মাঠে আন্দরকিল্লা ৩২ নং ওয়ার্ড আওয়ামী লীগ যুগ্মসাধারণ সম্পাদক মোঃ দিদারুল আলমের সঞ্চালনায় ও ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল হাসানের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্দরকিল্লা ৩২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুসলিম উদ্দিন আহমেদ, সিনিয়র সহ-সভাপতি মনজুর হোসেন, মহানগর আওয়ামী লীগ সদস্য ও সাবেক কাউন্সিলর মোরশেদ আক্তার, ওয়ার্ড সহ সভাপতি এস এম আলমগীর,ও মোনায়েম আহমেদ।প্রধান অতিথির বক্তব্যে দলের নেতাকর্মীকে বঙ্গবন্ধুর প্রকৃত আদর্শকে বুকে লালন করে অসহায় দুস্থ মানুষের পাশে থাকার আহ্বান জানান, সেই সাথে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সবাইকে সজাগ থাকতে বলেন।অনুষ্ঠান শেষে আন্দরকিল্লা ওয়ার্ড এলাকার অসহায়, ছিন্নমূল, দুস্থদের মাঝে প্রধান অতিথি শীতবস্ত্র তুলে দেন।