চট্টগ্রাম মহানগর প্রতিনিধি : ইসমাইল ইমন চন্দনাইশ উপজেলা আ’লীগ ও পৌর আ’লীগের যৌথ উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।১০ ডিসেম্বর সোমবার বিকালে চন্দনাইশ সদরস্থ আমিনুল্লাহ শাহ (রহ:) মাজার সংলগ্ন এলাকায় পৌর আ’লীগের আহবায়ক এম কায়সার উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় আলোচনায় অংশ নেন আ’লীগ নেতা যথাক্রমে, এস এম মোর্শেদ, মোজাফফর আহমদ, মো. আয়ুব, ফরিদ উদ্দিন আহমেদ, বেলাল উদ্দিন, পৌরসভা যুবলীগনেতা সভাাপতি সিরাজুল ইসলাম চৌধুরী, মো. হোসেন, আবুল হোসেন, মাহবুবুর রহমান, আবুল কালাম ও সাংবাদিক জাহাঙ্গীর আলম প্রমূখ।বক্তারা তাদের বক্তব্যে বলেন বঙ্গবন্ধু ও তাঁর পরিবার এই দেশের জন্য, জনগণের জন্য যে ত্যাগ করে গেছেন তা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন এর মধ্যে দিয়ে এদেশের জনগণ পুনরায় স্বাধীনতা-সার্বভৌমত্ব ও ভাষার অধিকার ফিরে পেয়েছে।