কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর আন্দরকিল্লা শাখার উদ্বোধন করলেন ড. বেনজির আহমেদ বিপিএম(বার),ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ও চেয়ারম্যান, কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড।
এ উপলক্ষে নভেম্বর চট্টগ্রামের আন্দরকিল্লায় কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর অফিসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় আইজিপি ভিডিও কনফারেন্সের মাধ্যমে উক্ত শাখার উদ্ধোধন করেন। একই সাথে তিনি ঢাকা, কুমিল্লা, নরসিংদী, টাংগাইল, খুলনা, ও দিনাজপুরে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর আরো ছয়টি শাখার উদ্ধোধন করেন।
এসময় সেখানে অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আমেনা বেগম, বিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) এস. এম. মোস্তাক আহমেদ খান, বিপিএম, পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ, উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ আমির জাফর ও উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ)এস.এম মেহেদী হাসান, বিপিএম (বার), পিপিএম (বার) সহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।