ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে ঐতিহাসিক জয় পেতে যাচ্ছেন বলে জানিয়েছেন ডেমোক্রেট দলের প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। তিনি বলেছেন, স্পষ্টত আমাদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। এ নির্বাচনে আমরা জয়ী হতে চলেছি। বিজয় ঘোষণা মাত্র সময়ের ব্যাপার।
ভাষণে বাইডেন বলেন, “এটি পরিষ্কার, আমরা জয়ী হতে চলেছি। আমার রানিং মেট কমলা হ্যারিস এরইমধ্যে বিশেষজ্ঞদের সঙ্গে মিটিংও করেছেন। তারা হোয়াইট হাউসের জন্য প্রস্তুত রয়েছেন। ”
তিনি বলেন, “আমরা সাত কোটি ৪০ লাখের বেশি ভোট পেয়েছি। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এতো বেশি ভোট আর কোনো প্রেসিডেন্ট পাননি। ”
গত তিন দিন ধরে মার্কিন নির্বাচনের ভোট গণনা চলছে। এ পর্যন্ত ২৬৪ ইলেকটোরাল ভোট পেয়ে এগিয়ে আছেন জো বাইডেন। অন্যদিকে ২১৪ ইলেকটোরাল ভোট পেয়েছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৪টি রাজ্যের ভোট গণনা এখনও চলছে। এর মধ্যে তিনটিতে এগিয়ে আছেন বাইডেন।