চট্টগ্রাম মহানগর প্রতিনিধি :ইসমাইল ইমন বন্দরনগরী চট্টগ্রামের হালিশহর থানা পুলিশের নেতৃত্বে সঙ্ঘবদ্ধ চোরচক্রের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।ঘটনার বিবরণে জানা যায় ২৩ শে জানুয়ারি ভোর রাত ০৪:৩০ সময় হালিশহর থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান চৌধুরী এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আল মামুনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স চট্টগ্রামসহ হালিশহর থানার সাধারণ ডায়েরি নাম্বার ৯৪৪,তাং ২২ শে জানুয়ারি হালিশহর থানা এলাকায় মোবাইল ৪২(নৈশ) গোপন সংবাদের ভিত্তিতে হালিশহর থানা দিন নতুনপাড়া ঠান্ডা মিয়ার গলি আলী হোসেন কোম্পানির বিল্ডিংয়ের নিচে পার্কিং এর ভিতর আসামি মোঃ আলমগীর হোসেন (১৯) পিতা সোলায়মান সওদাগর,থানা সেনবাগ, জেলা নোয়াখালী, বর্তমান উত্তর হালিশহর চাঁদপাড়া বাজার গলি সাদেক মাঝির ভাড়া ঘরে একটি চোরাই বাই সাইকেল বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখিআছেন, উক্ত সংবাদের ভিত্তিতে সঙ্গী অফিসারসহ উল্লেখিত স্থানে গিয়ে আসামি মোঃ আলমগীর হোসেনকে (১৯)গ্রেফতার করতে সক্ষম হয়।এই সময় উক্ত স্থান থেকে তিনটি বাইসাইকেল উদ্ধার করা হয় যারা মানিক বাজার মূল্য ৩০ হাজার টাকা।এই ব্যাপারে হালিশহর থানায় মামলা রুজু করা হয়েছে, মামলা নং ২৩,(ধারা ৪১৩ দ:বি:) তদন্ত কর্মকর্তা সৈয়দ মাইন উদ্দিন আহমেদ ফয়সাল।