চট্টগ্রাম মহানগর : ইসমাইল ইমন বাংলাদেশ সমিতি দুবাই’র সভাপতি জনাব আবদুস সবুর চৌধুরী কিছুদিন আগে পাওয়া বিপুল পরিমাণ অর্থ ফেরত দিয়ে সততা দেখানোর জন্য ২৭ জানুয়ারি, বৃহস্পতিবার ২০২২ দুবাই (Al Qusais) পুলিশ কর্তৃপক্ষ সততার সম্মান স্বরূপ প্রশংসা সনদ প্রদান করেন।