রাঙ্গামাটি প্রতিনিধি( শাকিল মন্ডল) শনিবার দিবাগতরাত সাড়ে দশটার দিকে রাঙামাটির নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি গ্রামের ১৪ মাইল এলাকার বৌদ্ধ মন্দিরের পাশের কাঁচা সড়কের পাশের একটি ঝোপে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪০০ গ্রাম গাঁজা, ২৫০ মিঃ লিঃ চোলাই মদ ও নগদ ১১শত টাকাসহ লিটন চাকমা ওরফে বিন্দু (৪২) কে আটক করে সেনাবাহিনীর নানিয়ারচর জোন সুদক্ষ দশের একটি চৌকস টিম।
পরে তাকে জিজ্ঞাসাবাদ শেষে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আটককৃত লিটন চাকমা নানিয়ারচর উপজেলার বুড়িঘাট ইউনিয়নের বগাছড়ি গ্রামের নিশি কুমার চাকমা’র ছেলে।
এ ব্যাপারে নানিয়ারচর থানার উপ-পরিদর্শক (এস আই) মোঃ আব্দুল মান্নান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসায়ী লিটন চাকমা জব্দকৃত আলামত গাঁজা ও মদ বিক্রয়ের উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিল বলে স্বীকার করে। এ বিষয়ে নানিয়ারচর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।