চট্টগ্রাম মহানগর প্রতিনিধি : ইসমাইল ইমন সম্প্রতি দুবাই এয়ারপোর্টে রাশিয়ান এক যাত্রীর রেখে যাওয়া পাসপোর্ট কুড়িয়ে পেয়ে যথা সময়ে পৌঁছে দিয়ে সততার জন্য সার্টিফিকেট ও নগদ অর্থ পুরস্কার পেয়েছেন নুরুল আমিন নামের এক বাংলাদেশি, দুবাই এয়ারপোর্টের ডিরেক্টর জেনারেল মোহাম্মদ আহমেদ আলমিরি এ সম্মাননা প্রদান করেন। .নুরুল আমিন আমিরাত সংবাদকে জানান ১১ বছর যাবত দুবাই এয়ারপোর্টে বিমান ক্লিনিং সুপারভাইজার হিসেবে কর্মরত আছেন। একজন বাংলাদেশি হিসেবে এই পুরস্কার পাওয়ায় তিনি আনন্দিত। এই সন্মাননায় দেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে,নুরুল আমিন লক্ষ্মীপুর জেলার দালাল বাজার’র ইউনিয়নের আনোয়ার হোসাইন এর ছেলে।