শারীরিক বন্ধ্যাত্বের কাছে হার না মানা বোরহান উদ্দীনের গল্প। দীর্ঘ আঠার বছর ধরে বন্দর নগরী চট্টগ্রামে তিন-চাকার ভ্যান গাড়ি একহাতে চালিয়ে বাড়িতে নির্মাণ করেছেন এক তলার বসতভিটা।
২০০১ সালে দুর্ভাগ্যক্রমে তিনি এক হাত হারান। শারীরিক প্রতিবন্ধকতা তাকে পরাস্ত করতে পারে নি। কিছুটা বিদ্যা অর্জন করায় তিনি বুঝতে পেরেছেন , পরামুখাপেক্ষী না হয়ে স্বাবলম্বী হওয়া দরকার। এমন বোধ থেকেই তিনি হাতে তুলে নেন তিন চাকাওয়ালার ভ্যানগাড়ি। বাড়িতে আছে বৃদ্ধ পিতা-মাতা। দৈনিক এক হাতে ভ্যানগাড়ি টেনেই তিন-চারশ টাকা রোজগার করেন। অর্জিত অর্থ দিয়েই তাদের ভরণ-পোষণ এবং নিজের সংসার চালিয়ে নেন।
সংবাদ জগৎকে জানান, “প্রথমে ভ্যানগাড়ি চালাই। বহুত কষ্ট করছি। কষ্ট করতে গিয়ে প্রথম দু’তিন বছর আমি কষ্ট পাইছি। এরপরে, আমার অভ্যাসে পরিণত হইয়ে গেছে। এখন ভ্যানগাড়ি চালাতে আমার অসুবিধা অই না।“
সমাজে তাঁরই মতো ছড়িয়ে-ছিটিয়ে আছে অনেক বোরহান। এরা রাষ্ট্রের বোঝা নয়। তাঁর মতো যারা প্রতিবন্ধী আছে তাদের উদ্দেশ্যে তিনি বলেন, “যারা আমার মতো প্রতিবন্ধী, আমি মনে করি, তারা যদি আমার মতো চেষ্টা চালায়, তাহলে পরিশ্রম করে খাইতে সম্ভব …।
প্রতিবন্ধী হয়েও যে অনেক কিছু করা সম্ভব এমন নজির তৈরি করলেন কুমিল্লার চাঁদপুর হতে বন্দর নগর চট্টগ্রামে আসা মোঃ বোরহান উদ্দিন।