এলাকাবাসী আসসালামুয়ালাইকুম। আমি জনাব, মোঃ আব্দুর রহমান চেয়ারম্যান। গত বিশ(২০) বছর যাবত ১নং ছাতার পাইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। এই সময়ের মধ্যে চার বার আপনাদের ভোটের মাধ্যমে চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। স্রোতের বিপরীতে অনেক প্রতিকূলতা কে পাশ কাটিয়ে বিশ বছর যাবত ইউনিয়নের মানুষের সেবা করে গিয়েছে। গত বিশ বছরে আমি আমার ইউনিয়নে প্রজ্ঞা-বিচারবুদ্ধি ও নিষ্ঠার সাথে কাজ করে ইউনিয়নের মানুষের মনে জায়গা করে নিয়েছি। মানুষ বার বার তার প্রতিদান ও দিয়েছি।
দীর্ঘ এই সময়ে, আমি
বিচার-সালিশে কেউ নির্দোষ বা দোষী সাব্যস্ত হলে উভয়পক্ষের কেউ না কেউ মনক্ষুন্ন হবেনই। বিচার প্রক্রিয়া’য়টাই এমনি। একজন মানুষ সবার মন রক্ষা করে চলতে পারেনা। আর কোন মানুষই ভুল-ত্রুটির উর্দ্বে নয়। দোষ-গুন, সহনশীলতা, ক্ষমা ও বিচারবুদ্ধিতে একজন মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশ পায়। মহান রাব্বুল–আলামীন মানুষ কে, কিছু সময়ের জন্য, দুঃখ-দুর্দ্দশা
রোগ-শোকে ফেলে তাঁর বান্দার জন্য সুদূরপ্রসারী কল্যান নিহিত রাখেন।
হয়তো আল্লাহপাক আমার জন্য ও তেমন কিছু রেখেছেন।
পুরো ইউনিয়নে হাজারো মানুষ এখন আমার এই পরিস্থিতিতে আল্লাহর কাছে রোগমুক্তির জন্য দোয়া চাইছেন। মানুষের দোয়ার বরকতে হয়তো আল্লাহর রহমতে সুস্থ হয়ে আবার আমি আপনাদের মাঝে ফিরে আসবো।
পরিশেষে আমি বলতে চাই, দলমত নির্বিশেষে আমার উপর কাহারো কোন প্রকার রাগ-ক্ষোভ বা মনে কষ্ট থাকলে এই সংকটময় সময়ে আমাকে ক্ষমা করে দিবেন। আপনারা সকলে মহান পরাক্রমশালী আল্লাহ’র কাছে আমার সুস্হতার জন্য দোয়া করবেন।
ইতি
আপনাদের প্রিয়।
জনাব, মোঃ আব্দুর রহমান চেয়ারম্যান।
১নং ছাতার পাইয়া ইউনিয়ন পরিষদ।
সেনবাগ- নোয়াখালী।