রাঙ্গামাটি প্রতিনিধি( শাকিল মন্ডল) রাঙামাটি জেলার বরকল উপজেলার ভূষনছড়া ইউনিয়ন নবাগত ভূষনছড়া আইডিয়াল কলেজের ভিত্তি স্থাপন করা হয় আজ। বরকল উপজেলায় উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা বিস্তারকে ত্বরান্বিতকরণের লক্ষ্যে আজ উপজেলাস্থ ‘ভূষণছড়া আইডিয়াল কলেজ’ – এর স্থায়ী ক্যাম্পাসে শ্রেণিকক্ষ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কলেজের সম্মানিত উপদেষ্টা জনাব লে. কর্ণেল এস এম শফিকুর রহমান পিএসজি জি +, জোন কমান্ডার (১২বিজিবি ছোট হরিণা জোন) এবং কলেজের সম্মানিত সভাপতি ও বরকল উপজেলা নির্বাহী অফিসার জনাব জুয়েল রানা।
এ সময়ে আরো উপস্থিত ছিলেন বরকল থানার অফিসার ইনচার্জ জনাব নাছির উদ্দীন, ভূষনছড়া ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বারবৃন্দ, শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী,গণমাধ্যম কর্মী সহ এলাকাবাসী ও অন্যান্য ব্যক্তিবর্গ।
প্রাথমিক পর্যায়ে এ কলেজের স্থায়ী ক্যাম্পাসে শ্রেণিকক্ষ নির্মাণের জন্য বরকল উপজেলা পরিষদের পক্ষ থেকে ৬ লক্ষ টাকা এবং ১২বিজিবি ছোট হরিণা জোনের পক্ষ থেকে ২ লক্ষ টাকার অনুদানসহ স্থানীয় ব্যক্তিবর্গের সম্মিলিত প্রচেষ্টায় আজ আনুষ্ঠানিকভাবে নির্মাণকাজ শুরু হয়।
ভূষনছড়া আইডিয়াল কলেজের সম্মানিত উপদেষ্টা জনাব লে. কর্ণেল এস এম শফিকুর রহমান বলেন এই কলেজের জন্য সব সময় পাসে থাকবো এবং সকলকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কলেজের পাসে থাকার আহবান জানান।
ভিত্তিপ্রস্তর স্থাপনকালে অত্র কলেজের সম্মানিত সভাপতি উপজেলা নির্বাহী অফিসার জনাব জুয়েল রানা উপস্থিত স্থানীয় সকলকে দল-মত নির্বিশেষে কলেজের সার্বিক উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানান।