চট্টগ্রাম মহানগর প্রতিনিধি : ইসমাইল ইমন চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বিগত ৫ ই জানুয়ারি ২০২২ অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদের নির্বাচনে নির্বাচিত চেয়ারম্যানদের সংবর্ধনা আয়োজন করে চন্দনাইশ সমিতি চট্টগ্রাম।
নগরীর জিইসি মোড়ের বনৌজর রেষ্টুরেন্টে চন্দনাইশ সমিতি চট্টগ্রামের সভাপতি আলহাজ্ব আবু তাহের চৌধুরী সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইদ্রিসের সঞ্চালনায় এতে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১ নং কাঞ্চনাবাদ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস শুক্কুর,২ নং জোয়ারা ইউনিয়ন চেয়ারম্যান আমিন আহমেদ চৌধুরী রোকন, ৪নং বরকল ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রহিম (সহ সভাপতি চন্দনাইশ সমিতি চট্টগ্রাম)৫নং বরমা ইউনিয়ন চেয়ারম্যান খোরশেদুল আলম টিটু,৮নং হাসিমপুর ইউনিয়ন চেয়ারম্যান এডভোকেট খোরশেদ বিন ইসহাক,১০ নং ধোপাছড়ী ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ আবদুল আলীম (যুগ্ন সম্পাদক চন্দনাইশ সমিতি চট্টগ্রাম)
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চন্দনাইশ সমিতি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আব্দুল কৈয়ুম চৌধুরী, প্রধান উপদেষ্টা ডঃ শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান, ট্রাস্টি বোর্ড সেক্রেটারি মোঃ জাহাঙ্গীর আলম, সি: সহসভাপতি আবদুল মান্নান, সহ সভাপতি হেলাল উদ্দিন চৌধুরী, উপদেষ্টা খন্দকার এমএ হেলাল সিআইপি, ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান অধ্যাপক আজম খান,জামাল উদ্দিন(চট্রগ্রাম জেলা পরিষদ নাজির) মোহাম্মদ জামশেদ চৌধুরী (ব্যুরোচীফ যমুনা টেলিভিশন চট্টগ্রাম)
বক্তব্য রাখেন মুহাম্মদ আরশাদ উল্লাহ,খোরশেদ রোকেয়া,এডভোকেট নজরুল ইসলাম, আব্দুল নবী, মাহবুবুর রহমান চৌধুরী, আবু ফয়েজ, আব্দুল্লাহ মোহাম্মদ সাদ।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ পর্যায়ক্রমে ফুল দিয়ে নবনির্বাচিত নির্বাচন চেয়ারম্যান দেরকে বরণ করে নেন।
সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ নবনির্বাচিত চেয়ারম্যানদের উদ্দেশ্যে বলেন বর্তমানে দেশের প্রতিটি এলাকায় বিশেষ করে গ্রামেগঞ্জে মাদকের করাল গ্রাসের দিকে ধাবিত হচ্ছে তরুণ যুব সমাজ, এই অবৈধ মাদক এলাকায় প্রবেশ ঠেকাতে ও মাদক সেবন ও আমদানি কারকদের দমাতে স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যানের ভূমিকা জরুরি, চন্দনাইশ সমিতি চট্টগ্রাম যেসব মানবিক কর্মকাণ্ড এলাকা ভিত্তিক করে থাকেন সেইখানে স্থানীয় চেয়ারম্যানদের সার্বিক সহযোগিতা অত্যাবশ্যক।