(খাগড়াছড়ি)প্রতিনিধিঃইব্রাহিম খলিল ৮/০২/২২ ইং মঙ্গলবার ১০•০০টা খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ে রামগড় উপজেলার দুই ইউপির নব-নির্বাচিত চেয়ারম্যানগনের আনুষ্ঠানিক শপথ গ্রহন অনুষ্ঠিত হয়। এই সময় নব-নির্বাচিত চেয়ারম্যানগনকে শপথ বাক্য পাঠ করান খাগড়াছড়ি জেলা প্রশাসক জনাব, প্রতাপ চন্দ্র বিশ্বাস।
বামগড় উপজেলার দুই ইউপি চেয়ারম্যান হলেন জনা, শাহ্ আলম মজুমদার ১নং রামগড় সদর ইউপি। জনাব, কাজী নুরুল আলমগীর ২নং পাতাছড়া ইউপি
রামগড় উপজেলার দুই ইউপি নব-নির্বাচিত চেয়ারম্যানগন সর্বদা জনগনের সেবা করা ও মাদক, ও সন্ত্রাস মুক্ত ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি দেয়।