রাঙ্গামাটি প্রতিনিধি( শাকিল মন্ডল) রাঙামাটি জেলা শহরের ভেদভেদী বাজারে আগুনে দুইটি দোকান ভস্মিভূত হয়েছে। মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকে ভেদভেদী বিদ্যুৎ বিতরণ বিভাগের অফিসের সামনে এ ঘটনা ঘটেছে।
ক্ষতিগ্রস্ত মুদি দোকানের মালিক আজগর আলী বলেন, ‘দুস্কৃতিকারীরা আগুন দিয়েছে। আমার দোকানে ৫ জন কর্মচারী ৩-৪টি সিসি ক্যামড়া, সারকেট ব্রেকার বিদ্যুৎ নিরাপত্তা ছিল। ফজরের আজানের পরে ভোর সাড়ে ৬টায় দোকানে আগুন লাগছে। গতকাল রুপচাদা ভোজ্যতেলসহ প্রায় ১৪ লক্ষাধিক পণ্য ক্রয় করে মাত্র ৪ লাখ টাকা পরিশোধ করেছি। আমার ব্যবসা প্রতিষ্ঠানে পরপর তিনবার চুরি হয়েছে। প্রায় ৮০-৯০ লক্ষাধিক টাকার পণ্য আগুনে পুড়ে গেছে । ভোর বেলায় মানুষ চলাফেরা স্বাভাবিক বেড়ে গেছে।’
আজগর আলীর বড় ভাই রমজান আলী বলেন, ‘প্রতিহিংসায় কেউ সম্পূর্ণ নাশকতাূলক আগুন দিয়েছে। তার আগে তিনবার দোকানের টিনের ও লোহা গ্রীল কেটে চুরি হয়েছে। পিছনে ওপরে ছালে দেখলে স্পষ্ট বুঝা যাবে।
পাশের দোকানের হাসেম জানায়, ‘দোকানের মাঝখানে দেওয়াল না থাকায় আমার দোকানে আগুন লেগেছে ।ঋণ নিয়ে ১০ লক্ষাধিক টাকার নতুন পণ্য বিক্রির উদ্দেশ্য মজুদ করেছি। আমার প্রায় ৬০-৭০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে ।’
রাঙামাটি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. বিল্লাল হোসেন বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করে হচ্ছে বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুনের সূত্রপাত হতে পারে। মোট দুইটি দোকান আগুনে পুড়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিকভাবে ধারণা করা যাচ্ছে না। তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।