রাঙ্গামাটি প্রতিনিধি( শাকিল মন্ডল) পার্বত্য জেলা রাঙামাটির লংগদুতে মহাপুরুষ বনভান্তের স্মৃতিধন্য তিনটিলা বনবিহারে ৩৮ ফুট উচ্চতার বুদ্ধমূর্তি উদ্বোধন করা হয়েছে। বুদ্ধমূর্তি উদ্বোধন উপলক্ষে শুক্রবার বিহার প্রাঙ্গণে এক মহতি ধর্মসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতু চাকমা এবং বিশেষ অতিথি ছিলেন লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার।
মহতি ধর্মসভায় প্রধান অতিথি বৃষকেতু চাকমা বলেন, ‘ধর্ম সঠিকভাবে পালন করতে হলে জীবন থেকে অনেক কিছু ত্যাগ করতে হবে। আমরাও যদি নির্বান লাভ করতে চাই তাহলে অবশ্যই ধর্মের দেখানো পথেই আমাদের চলতে হবে। দান, শীল ও ভাবনার পথ অনুসরণ করলেই নির্বাণ লাভের দেখা পাওয়া যাবে। অনুষ্ঠানে ৩৮ ফুট উচ্চতার বড় বুদ্ধমূর্তি, কঠোর তপস্যরত সিদ্ধার্থের প্রতিমূর্তি, লাভী শ্রেষ্ঠ সীবলী প্রতিমূর্তি, সীবলী বিহার দান উৎসর্গ এবং বিংশতি বুদ্ধ পূজা, ধর্ম পূজা, মহাসংঘ দান, অষ্টপরিস্কার দান, চুরাশি হাজার প্রদীপ দান ও প্রজ্জ্বলনসহ নানাবিধ দান ও পূজা অনুষ্ঠিত হয়। এছাড়াও আগত ভিক্ষুসংঘকে চীবর দান করেন পূণ্যার্থী ও উপাসক উপাসিকাবৃন্দ।
মহতি ধর্মসভায় পূণ্যার্থীদের কল্যাণ ও সকল প্রাণির সুখ ও সমৃদ্ধি কামনায় দেশনা প্রদান করেন রাজবন বিহার রাঙামাটির সংঘ ও আবাসিক প্রধান প্রজ্ঞা লংকার মহাস্থবির, ফুরোমন আন্তর্জতিক ভাবনা কেন্দ্রের অধ্যক্ষ ভৃগু মহাস্থবির, তিনটিলা বনবিহারের অধ্যক্ষ ধর্মালোক স্থবির।