1. xsongbad@gmail.com : Harry Deb Nath : Harry Deb Nath
  2. tauhidcrt8@gmail.com : tauhidcrt8 :
শুক্রবার, ০৯ জুন ২০২৩, ০১:৪০ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
  • Welcome To Our Website...* এন জি ও ‘আরবান সমিতি’ –মাইক্রো ক্রেডিট ফাইনান্সে জরুরী ভিত্তিতে কিছু সংখ্যক মহিলা/পুরুষ মাঠ কর্মী নিয়োগ দেয়া হবে। বয়স ২৫ উর্ধ্ব হতে হবে। আগ্রহী প্রার্থীদেরকে সরাসরি নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করুনঃ ০১৩০১০৪১২৮৮  আমাদের অনলাইন নিউজ পোর্টালে বিজ্ঞাপন দিতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করুনঃ ০১৮১৫-৫৮৭৪১০

রেলওয়ের ওয়ার্কসপে গাঁজা সেবন বাঁধা দেওয়ায় হামলা

চট্টগ্রাম মহানগর প্রতিনিধি : ইসমাইল ইমন
  • আপডেটের সময় : শনিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ২২৭ বার ভিউ

চট্টগ্রাম মহানগর প্রতিনিধি : ইসমাইল ইমন চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী রেলওয়ে ওয়ার্কসপে গাঁজা সেবনে বাঁধা দেওয়ায় দলবেঁধে হামলার ঘটনা ঘটেছে। হামলার শিকার রেলওয়ের কার্পেন্ডার নাসির উদ্দীন (৩০) এমন অভিযোগ করেছেন।
এ ঘটনায় নগরীর খুলশী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সিআই একরামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এঘটনায় আহত হয়েছেন জিওএইচ সপের খালাসী জিয়াউর রহমান জুয়েল। বৃহস্পতিবার ১৭ই ফেব্রুয়ারি পাহাড়তলী রেলওয়ে ওয়াকসপ কারখানায় এ সংঘর্ষ হয়।  জানা যায়, বৃহস্পতিবার সকাল ১০টায় কারখানাসপে সিগারেটের ভিতরে গাঁজা সেবন করছেন রাজীব দাশ। এসময় তাকে ওয়ার্কসপের ভিতরে না করে বাহিরে গিয়ে করার জন্য বললে সে উত্তেজিত হয়ে যায়। 
এরপর রাজীব বিষয়টি তার ডিপার্টমেন্টকে জানালে তারা দলবল নিয়ে নাসিরের উপর হামলা করে। এসময় নাসিরকে রক্ষা করতে এসে আহত হয় খালাসী জিয়াউর রহমান জুয়েল। তারা দুই জন সিআরবি রেলওয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। সিরাজ সমর্থিত জিয়াউর রহমান জুয়েল বলেন, ‘রাজীব মাদকাসক্ত। তাকে সিগারেট খেতে নিষেধ করায় লোকমান সমর্থিত শাহীনুরের নেতৃত্বে নাসির ও আমার উপর রাজীবসহ শাহীনুরের নেতৃত্বে হামলা হয়।’

সম্প্রতি রেল‌ওয়ে স্টেশন, প্লাটফর্ম এমনকি ট্রেনের কামরাসহ ধূমপান ও তামাকমুক্ত ঘোষণা করা এলাকায় এসব সেবনে শাস্তি দেয়া হবে বলে ঘোষণা দেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।
রেলমন্ত্রী বলেন, ‘রেলওয়েতে প্রকাশ্যে বিড়ি সিগারেট খাওয়া নিষেধ। শুধু আইন করে, প্রচারণা বাড়িয়ে এটি বন্ধ করা সম্ভব নয়, যদি তামাকের উৎস বন্ধ করা না যায়। রেল ভ্রমণের শুরুতেই যাত্রীরা যাতে তামাক জাতীয় দ্রব্য নিয়ে ট্রেনে ভ্রমণ করতে না পারে তার জন্য উদ্যোগ নিতে হবে। মাঠ পর্যায়ে পরিকল্পনা নিয়ে সংশ্লিষ্ট সবার সহযোগিতায় এটি কার্যকর করা সম্ভব হবে।’
রেলমন্ত্রীর এমন হুঁশিয়ারির পরও রাজনৈতিক ছত্রছায়ায় নানা অনিয়ম করে চলছে কর্মকর্তা ও কর্মচারীরা। কিন্তু এর বিরুদ্ধে প্রতিবাদ করলেই দলবেঁধে হামলা করা হচ্ছে।
হামলার শিকার রেলওয়ের কার্পেন্ডার নাসির উদ্দীন খুলশী থানায় দায়ের করা লিখিত অভিযোগে রাজীব দাশ, শাহিনুর রহমান, তবারক উল্লাহ, মোঃ রিপন, সুজন দাশ, মাহবুবুর রহমান ও জামাল হোসেনের নাম উল্লেখ করে তাদের বিবাদী করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর