রাজবাড়ী জেলা সংবাদদাতা : টি এম এম আলমগীর আল আরাফ রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার সদস্যরা শুক্রবার রাতে
সদর উপজেলার আলীপুর ইউনিয়নের আলাদীপুর গ্রাম থেকে ১ কেজি গাঁজাসহ মোঃ মোশারফ শেখ (৩২) নামে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। জানা যায়, মোশারফ একই গ্রামের মোঃ মোজাহার শেখের ছেলে। মোশারফের নামে আরো ৩টি মামলা আদালতে বিচারাধিন রয়েছে।
জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার এসআই মিলন চন্দ্র বর্মন, এএসআই মেহেদী হাসান, সঙ্গীয় ফোর্স সহ রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের আলাদিপুর উত্তরপাড়া গ্রামের জনৈক মোজাহার শেখ এর বসত ঘরে পিছন থেকে আসামী মোঃ মোশারফ শেখ গ্রেপ্তার করা হয়। সেই সাথে তার কাছ থেকে ৩০ হাজার টাকা মূল্যের ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ বিষয়ে, রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।