চট্টগ্রাম মহানগর : ইসমাইল ইমন চন্দনাইশ উপজেলা মৎস্যজীবীলীগের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম, উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা গালিব চৌধুরী এবং চন্দনাইশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন ও উপজেলা মৎস্য কর্মকর্তার সাথে মতবিনিময় করেন উপজেলা মৎস্যজীবী লীগের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় মতবিনিময়কালে উপস্থিত ছিলেন নবগঠিত চন্দনাইশ উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহ্বায়ক মো: হাবিবুর রহমান হাবিব, সদস্য সচিব জাহাঙ্গীর আলম, যুগ্ম আহ্বায়ক মোঃ এনামুল হক, মো: আবুল হাশেম, মঈন উদ্দিন ময়ূর, আশিষ চন্দ্র দে, সদস্য অশোক বড়–য়া, সৈকত দাশ ইমন, এড. খোরশেদ আলম, প্রহর উদ্দীন, জয়নাল আবেদীন সোহেল, মোঃ আব্দুল ছফুর, আব্দুর রহমান, ফোরকান উদ্দীন, আনোয়ার হোসেন, মো: রফিক চৌধুরী, মোঃ নুরু উদ্দীন চৌধুরী, বিপ্লব দাশ প্রমুখ। মতবিনিময়কালে চন্দনাইশ আওয়ামী মৎস্যজীবী লীগ নেতৃবৃন্দ সাংগঠনিক কার্যক্রমে প্রশাসনিক সহযোগিতা কামনা করেন। এসময় চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণের জন্য আমাদের সবাইকে উদ্যোগী হতে হবে। মৎস্য চাষ ও সম্পদ সংরক্ষণের মাধ্যমে আমাদের অর্থনৈতিক অবস্থার উন্নতি করা সম্ভব। তিনি মৎস্যজীবীদের সার্বিক উন্নয়নের জন্য সর্বাত্মক সহযোগীতার আশ্বাস প্রদান করেন।