চট্টগ্রাম মহানগর প্রতিনিধি : ইসমাইল ইমন চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরমা ইউনিয়নের কালিবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ছয়টি বসতঘর পুড়ে গেছে।শনিবার(৫ মার্চ) দুপুরে চুলার আগুন থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ভুক্তভোগীরা।
জানা গেছে, অঞ্জলি দে বাহির থেকে ঘড়ে ঢুকে আগুন দেখে চিৎকার করলে এলাকাবাসী দীর্ঘক্ষন ধরে চেষ্টা করে পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে সুজন দে,সুমন দে, অশোক দে,রনজিত দে,ইকবাল ও বেবি রানি দাশের ছয়টি বসতঘর, রান্নাঘর ও ঘরে থাকা নগদ প্রায় ২ লক্ষ ৫০ হাজার টাকা,তিনটি ছাগল, সব আসবাবপত্র, খাদ্যসামগ্রী এবং দলিলসহ প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে ছাই হয়ে যায়।
ঐ বাড়ির লিটন দে বলেন, দুপুরে আগুন আগুন চিৎকারে আমরা তাদের বাড়িতে গিয়ে দেখি ভয়াবহ আগুন জ্বলছে। এই অবস্থা দেখে আমরা পুরো গ্রামবাসী আগুন নিভানোর চেষ্টা করছি।পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রনে আনেন।
চন্দনাইশ ফায়ার সার্ভিসের ডিউটি লিডার জাহাঙ্গীর আলম জানান, চুলার আগুন থেকে বসত ঘরে আগুন লাগে,আগুন লাগার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি।