চট্টগ্রাম মহানগর প্রতিনিধি : ইসমাইল ইমন চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় আগামী ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ই মার্চ বুধবার দুপুরে উপজেলা কনফারেন্স হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলামের সভাপতিত্বে, প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, বিশেষ অতিথি সহকারী কমিশনার (ভূমি) গালিব চৌধুরী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জাফর আলী হিরু, আ’লীগ নেতা হাসান মাবুদ। এ সময় আলোচনায় অংশ নেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রতন কুমার সাহা, শিক্ষা কর্মকর্তা শাখাওয়াত হোসেন, প্রকৌশলী মুহাম্মাদ জুনাইদ আবছার চৌধুরী, মহিলা বিষয়ক কর্মকর্তা গীতা চৌধুরী, তথ্য সেবা কর্মকর্তা শাপলা সুলতানা, আকতার সানজিদা জাফর পপি, দক্ষিণ জেলা আ’লীগ নেতা সঞ্চিতা বড়ুয়া, চেয়ারম্যান যথাক্রমে আবদুর রহিম চৌধুরী, আবদুল শুক্কুর, খোরশেদ বিন ইসহাকসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি কর্মকর্তা এবং রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা। সভায় দিবসটি পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে সুর্যোদয়ের সাথে সাথে একত্রিশবার তোপধধ্বনী, স্বাধীনতার বিজয় স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে পতাকা উত্তোলন, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, বিভিন্ন প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
একই স্থানে আগামী ১৭ মার্চ জাতির জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে আবৃত্তি, গান, চিত্রাংকন, কুইজ, রচনা ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা, বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পন, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণসহ অন্যান্য কর্মসূচি।