রাঙ্গামাটি প্রতিনিধি( শাকিল মন্ডল) খুন ও ঘুম করার চেষ্টার মামলায় রাঙামাটির বরকল উপজেলার ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুর নবী পাঠান ও জাহাঙ্গীর আলম কে গ্রেপ্তার করেছে রাঙামাটি জেলা পুলিশ। ০৭/০৩/২০২২ ইং তারিখে ভূষনছড়া ইউপি সদস্য আব্দুল জলিল বাদি হয়ে একটি মামলা করেন, মামলায় উল্লেখ্য যে ০২/০৩/২২ তারিখ সকাল ১০টায় ভূষনছড়া বাজারে আমাকে মেরে খুন ও ঘুম করার চেষ্টা করে আমির হোসেন, নুর নবী পাঠান, কামাল, সহ্ আরো ২০-৩০ জন। পরে আমাকে স্থানীয় বিজিবি এসে রক্ষা করে। রাঙামাটি জেলা পুলিশ জানান, আজ দুপুর ১টায় ৩০৭/৩২২/ ১৪৩/৩৪১/৩৪২/৩২৩/৩৭৯/৫০৫ ধারায় ইউপি সদস্য আব্দুল জলিল মামলা করেন, সেই অনুযায়ী আজ বৃহস্পতিবার আসামি গন কোর্টে আসলে নুর নবী পাঠান ও জাহাঙ্গীর আলম কে গ্রেপ্তার করি।