ভালুকা ময়মনসিংহ প্রতিনিধি : নজরুল ইসলাম গাজীপুরের কাপাসিয়ায় ফেসবুক স্ট্যাটাস নিয়ে দুই পক্ষের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। রোববার সকালে উপজেলার নম্মানিয়া ইউনিয়নের দক্ষিণগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- দক্ষিণগাঁও এলাকার আলম হোসেনের ছেলে নাঈম (১৮), একই এলাকার আলম মিয়ার ছেলে ফারুক (২৬)ও হিরণ মিয়ার ছেলে রবিন (১৫)। স্থানীয় সূত্রে জানা যায় নারী নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়া হলে রোববার সকালে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ। এ সময় প্রতিপক্ষের ছুরিকাঘাতে নাঈম, ফারুক ও রবিন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে নরসিংদীর মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে নাঈম ও ফারুককে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। রবিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ এএফএম নাসিম বলেন, ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় তিনজন নিহত হয়েছেন। অফিসার ইনচার্জ আরও বলেন, নিহতদের মধ্যে দুজনের মরদেহ মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে ময়নাতদন্তের জন্য নরসিংদী জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়। তদন্ত সাপেক্ষে অভিযোগের ভিত্তিতে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।