সুনামগঞ্জ প্রতিনিধি : রোকন উদ্দীন দীর্ঘ ৬ বছর পর আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে সুনামগঞ্জের ১২টি উপজেলাসহ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাধারন সম্পাদকদের উপস্থিতিতে প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১টায় জেলা আওয়ামীলীগের উদ্যোগে শহরের শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।
জেলার দুর্দীনের কান্ডারী তৃণমূলের আওয়ামীলীগের প্রতিনিধিদের অংশগ্রহনে এই সভা অনুষ্ঠিত হয়েছে,অনুষ্ঠানের শুরুতেই হলরোম কানায় কানায় ভরে উঠে নেতা কর্মীদের উপস্থিতিতে। সাবেক সংসদ সদস্য ও সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ মতিউর রহমানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ব্যরিস্টার এম এনামুল কবির ইমনের সঞ্চালনায় প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক শিক্ষামন্ত্রী ও কেন্দ্রীয় আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য নুরুল ইসলাম নাহিদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী আওয়ামীলীগের প্রেসিডয়াম সদস্য এড. জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারন সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আজিজুস সামাদ ডন, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ সভাপতি, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইজ্ঞিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, সিনিয়র সহ সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ নুরুল হুদা মুকুট, সংরক্ষিত মহিলা সাংসদ এড.শামীমা আক্তার খানম, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত। এছাড়াও প্রতিনিধি সভায় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এড. আপ্তাব উদ্দিন, রেজাউল করিম শামীম, সুনামগন্জ জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক হাওর এলাকার প্রান পুরুষ, সুনামগন্জ জেলার শ্রেষ্ট উপজেলা চেয়ারম্যান তাহিরপুর উপজেলা পরিষদের সুযোগ্য উপজেলা চেয়ারম্যান হাওর এলাকার গনমানুষের নেতা বাবু করুনা সিন্ধু চৌধুরী বাবুল, সুনামগন্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জুনেদ আহমেদ,এড. অবনী মোহন দাস, নোমান বখত পলিন, সৈয়দ আবুল কাশেম, সুনামগঞ্জ জজকোর্টের পিপি খায়রুল কবির রুমেন,যুগ্ম সাধারন সম্পাদক এড. নান্টু রায়,হায়দার চৌধুরী লিটন, সাংগঠনিক সম্পাদক দোয়ারাবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইদ্রিছ আলী বীর প্রতিক, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী আবুল কালাম, সাধারন সম্পাদক মোবারক হোসেন,দিরাই উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বাবু প্রদীপ রায়,তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল হোসেন খাঁ, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন সহ বিভিন্ন উপজেলার সভাপতি সাধারন সম্পাদক মহোদয়গন।