২৪ শে রবিউল আউয়াল, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।
মিলাদ মাহফিলের শুভক্ষণ আলোর মতো চারিদিকে ঝলঝল করছে। চট্টগ্রামের ঐতিহ্যবাহী বিবিরহাট ব্যবসায়ী সমিতিও এর বাইরে নয়। এরা দীর্ঘ ত্রিশ বছর ধরে উদযাপন করেছে। এবারও বিবিরহাট ব্যবসায়ী সমিতি পবিত্র ঈদে মিলাদুন্নবী আয়োজনের উদ্যোগ গ্রহণ করেন। এতে সকল ব্যবসায়ীকে দাওয়াত দেয়া হয়।
মাওলানা আনসার উল্লাহ মনিরী আল-কাদেরী সমিতির বিদ্যমান সকল সদস্যের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে যুবসমাজকে পাঁচ ওয়াক্ত নামায এবং নবীজীর আদর্শ অনুসরণ করার জন্য উপদেশ দেন। এছাড়া সমিতির বিগত সময়ে যারা ইন্তেকাল করেছেন তাদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি আলহাজ্ব এস এম আব্দুল হাকিম, আহবায়ক মোঃ আখলাক আনসারী, সাধারণ সম্পাদক হাজী মোঃ সালাহ উদ্দীন, মোঃ সাইফুল আলম, অফিস সচিব মোঃ ইকরামুল হকসহ সকল ব্যবসায়ীবৃন্দ ।